হেমা মালিনী বৃন্দাবনের ভক্তিবেদান্ত গুরুকুল পরিদর্শন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৯:১৮ পূর্বাহ্ণ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৯:১৮ পূর্বাহ্ণ

এই পোস্টটি 104 বার দেখা হয়েছে

হেমা মালিনী বৃন্দাবনের ভক্তিবেদান্ত গুরুকুল পরিদর্শন

মথুরার সাংসদ মাননীয়া শ্রীমতি হেমা মালিনী বৃন্দাবনে অবস্থিত ভক্তিবেদান্ত গুরুকুল এবং আন্তর্জাতিক স্কুল পরিসর পরিদর্শন করলেন। তিনি নতুন মন্দির এবং নতুন পরিসর ক্ষেত্রের নির্মাণ কার্য পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোরম শ্রীবিগ্রহের শুভ উদ্বোধনও করেন। তিনি শিশু এবং তরুণদেরকে ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবী পরিহিত এবং গীতা ভাগবতের সংস্কৃত শ্লোক পাঠরত অবস্থায় দেখে অত্যন্ত আনন্দিত হন। এছাড়াও তাদের ইংরেজি ভাষণের দক্ষতায়ও মুগ্ধ হন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত হওয়ার সুবাদে শ্রীবৃন্দাবন ধামের পবিত্র ভূমিতে বহু প্রকার সেবামূলক কার্য সম্পাদন করেছেন। তাঁর লক্ষ্য হলো শ্রীব্রজমণ্ডল চুরাশি ক্রোশ পরিক্রমা পথটিকে সুন্দর রূপে পুনঃনির্মাণ করা। তার ইস্‌কন ও শ্রীল প্রভুপাদ সম্বন্ধে এক গভীর শ্রদ্ধা বর্তমান এবং তিনি ভগবদ্গীতা অধ্যয়নে অত্যন্ত আগ্রহী। আমরা একান্তভাবে আশা করি যে, অনেক সাংসদই তাঁর মতো ভগবৎমুখী কল্যাণকারী চিন্তাধারায় নিমগ্ন হবেন।


 

মাসিক চৈতন্য সন্দেশ অক্টোবর ২০২২ হতে প্রকাশিত

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।