জগন্নাথ পুরী মন্দিরের আশ্চর্য প্রদীপ!

প্রকাশ: ১৭ জুন ২০১৯ | ১:১৬ অপরাহ্ণ আপডেট: ১৭ জুন ২০১৯ | ১:১৯ অপরাহ্ণ

এই পোস্টটি 1372 বার দেখা হয়েছে

জগন্নাথ পুরী মন্দিরের আশ্চর্য  প্রদীপ!

আলাদীনের আশ্চর্য প্রদীপের কথা অনেকেই জানেন। কিন্তু তা ছিল কল্পকাহিনীর একটি আশ্চর্য প্রদীপ। কিন্তু আজ আপনাদের সামনে সত্যি এক আশ্চর্য প্রদীপের কথা শেয়ার করবো। আমরা সবাই জগন্নাথ পুরী মন্দিরে কথা জানি, জগন্নাথ পুরী মন্দিরের চূড়ায় যে প্রদীপটি প্রতি একাদশীতে প্রজ্জ্বলন করা হয় সেটি বাস্তবিকই আশ্চর্য প্রদীপ ! কেননা ২১৪ ফুট ৮ ইঞ্চি উঁচু পুরী মন্দিরের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এ প্রদীপ সাধারণভাবে প্রবাহিত তীব্র বাতাসের বেগ ছাড়াও পার্শ্বে অবস্থিত সমুদ্র বা ঝরো দমকা হাওয়ার প্রচন্ড বাতাসেও সেই অলৌকিক মহাদীপ কখনো নিভে না। এই চূড়ায় নীলচক্রের নীচে প্রজ্জ্বলিত এ প্রদীপ প্রায় ১ ফুট লম্বা ও ১ ফুট চওড়া এবং এই প্রদীপ প্রজ্জ্বলন করতে লাগে প্রায় আড়াই কেজি ঘি। যা সত্যি আশ্চর্যই বটে।

জয় জগন্নাথ।।

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।