ঢাকার নতুন শহরে ইস্‌কন মন্দির

প্রকাশ: ২০ মে ২০১৮ | ১১:৫৭ পূর্বাহ্ণ আপডেট: ১৭ জুন ২০২০ | ৪:৫৫ পূর্বাহ্ণ

এই পোস্টটি 1925 বার দেখা হয়েছে

ঢাকার নতুন শহরে ইস্‌কন মন্দির

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্‌কন), উত্তরা এর উদ্যোগে গত ২৩ মার্চ শুক্রবার পূর্বতন ও বর্তমান আচার্যবৃন্দ, অগণিত ভক্তের প্রচেষ্টা ও ভগবানের করুণায় শুভ উদ্বোধন হল শ্রীশ্রী রাধারমন মন্দির। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন শ্রীমৎ অমিয় বিলাস স্বামী (ভারত), শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী (ভারত), শ্রীমৎ ভক্তি নৃসিংহ স্বামী (আফ্রিকা), শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্‌ গদাধর গোস্বামী (বাংলাদেশ) এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন এডভোকেট সাহারা খাতুন (এমপি) প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। বিশেষ অথিথী হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ দেবনাথ এমপি। আর্জেন্টাইন ভক্ত মারীচি দাসের নেতৃত্বে আমেরিকা, রাশিয়া, স্পেন, চীন, হংকং, কলম্বিয়া, বসনিয়া, চিলিসহ ২৫টি দেশ হতে আগত শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শুদ্ধসত্ত্ব গোবিন্দ দাস, (সভাপতি ইস্‌কন বাংলাদেশ) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপাদ চারুচন্দ্র দাস (সাধারণ সম্পাদক, ইস্‌কন বাংলাদেশ) ও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন মন্দিরের অধ্যক্ষবৃন্দ।

সকাল ৮টায় বিশেষ যজ্ঞানুষ্ঠান, ১০ টায় শ্রীশ্রী গৌর নিতাইয়ের মহাভিষেক, ১১ টায় রাধারমন মন্দির এর শুভ উদ্বোধন করেন ভিডিও বার্তার মাধ্যমে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, ১১ টায় শ্রীপাদ কৃষ্ণকীর্তন দাস (সাবেক সভাপতি, ইস্‌কন বাংলাদেশ) এর পরিচালনায় গৌড়ীয় ভজন কীর্তন ও বিদেশী ভক্তদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাদু প্রদর্শিত হয়। দুপুর ২ টায় ৪-৫ হাজার ভক্তদের সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শ্রীপাদ শুভ নিতাই দাস ও শ্রীপাদ বাসুদেব উদ্ধারণ দাস একটি সাক্ষাৎকারে বলেন, ২০১৩ সালে যখন শ্রীমৎ জয়পতাকা স্বামী ঢাকায় অবস্থানকালীন উত্তরার ভক্তবৃন্দ গুরু মহারাজের কাছে আবেদন করেছিলাম প্রচারের জন্য আমাদের একটি মন্দির প্রয়োজন। তখন গুরু মহারাজ আমাদের আশির্বাদ করে বলেছিলেন, “তোমরা এখানে ৫টি ভক্তিবৃক্ষ চালু কর তাহলে তোমাদের মন্দির হবে।” গুরু মহারাজের কথা আজ বাস্তবায়ন হয়েছে তথা ৫টি ভক্তিবৃক্ষ থেকে আজ একটি মন্দিরের রূপ ধারণ করেছে। শ্রীশ্রী রাধারমণ মন্দিরের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয়েছে যেটি দীর্ঘদিন ধরে উত্তরা সনাতন ভক্তদের দাবি ও স্বপ্ন ছিল। শ্রীল প্রভুপাদের কৃপায় সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হল। শ্রীল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে একত্রিভূত করতে চাইছেন তারই ধারাবাহিকতায় আজ উত্তরায় আমরা সমস্ত বর্ণের মানুষকে নিয়ে আজকে শ্রীশ্রী রাধারমন মন্দির উদ্বোধন অনুষ্ঠান সফল করতে পেরেছি তাই আমরা শ্রীল প্রভুপাদ ও গুরু মহারাজের কাছে কৃতজ্ঞ।

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।