এই পোস্টটি 190 বার দেখা হয়েছে
বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণের বয়স কৌমার, পৌগণ্ড ও কৈশোর এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তাঁর আবির্ভাব থেকে পাঁচ বৎসর বয়স পর্যন্ত অবস্থাকে বলা হয় কৌমার, ছয় থেকে দশ বৎসর পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড এবং একাদশ থেকে পঞ্চদশ বৎসর পর্যন্ত বয়সকে বলা হয় কৈশোর, ১৬ বৎসর থেকে শ্রীকৃষ্ণ যৌবনে প্রবেশ করেন। তারপর তাঁর বয়সের কোন পরিবর্তন হয় না। অর্থাৎ ভগবান সর্বদায় চির নবীন। অথচ এ জড় জগতের প্রতিটি জীব ৬ প্রকার পরিবর্তনের মধ্য দিয়ে যায়, যা বার্ধক্য ও মৃত্যু দিয়ে শেষ হয়। এই হল ভগবান ও জীবের মধ্যে পার্থক্য।
সূত্র: ভক্তিরসামৃতসিন্ধু