এই পোস্টটি 219 বার দেখা হয়েছে
অতিরিক্ত জনসংখ্যা একটি মিথ তথা কল্পকাহিনি। আসলে, পৃথিবীতে এত জায়গা আছে যে, সবাই যদি নিউইয়র্ক সিটির মতো ঘনত্বে (প্রতি বর্গ মাইলে ২৭,০০০ জন) বাস করতো, তাহলে সমগ্র বিশ্বের জনসংখ্যার ৭.৮ বিলিয়ন মানুষ আলাস্কা রাজ্যে বাস করতে পারতো। তাদের সবাইকে এক একর জমিও দেওয়া যাবে। এটি একটি পরিসংখ্যানগত সত্য, ৫০% মানুষ বেঁচে থাকে ১%-এরও কম জমির উপরে।