এই পোস্টটি 260 বার দেখা হয়েছে
প্রভুপাদ উবাচ
“যখনই অবাঞ্ছিত জনসংখ্যা থাকবে এই তিনটি দুর্ভিক্ষ, মহামারী এবং যুদ্ধ- যখনই অবাঞ্ছিত জনসংখ্যা হবে এই তিনটি স্বাভাবিকভাবে, প্রকৃতির নিয়মে প্রকাশিত হবে-আর জনসংখ্যা শেষ হবে। সেই সময়েও কিছু অবাঞ্ছিত জনসংখ্যা ছিল যার জন্য কৃষ্ণ যুদ্ধটির বন্দোবস্ত করেছিলেন, যুদ্ধের রঙ্গভূমি। যদি আমরা যথাযথ জনসংখ্যা, যথার্থ প্রজন্ম চাই তাহলে ভগবদ্গীতার নীতি অনুসরণ করতে হবে।”