ব্রিটিশ প্রধানমন্ত্রী ভগবদগীতা গ্রহণ করলেন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ৯:১৯ পূর্বাহ্ণ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ৯:১৯ পূর্বাহ্ণ

এই পোস্টটি 41 বার দেখা হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী ভগবদগীতা গ্রহণ করলেন

ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভাষ্য সম্বলিত গ্রন্থ ‘শ্রীমদ্‌ভগবদ্‌গীতা যথাযথ‘। এই দিব্য গ্রন্থ হচ্ছে সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত এবং আলোচিত গ্রন্থ। এই গ্রন্থের ভক্তিবেদান্ত তাৎপর্যের প্রশংসায় পঞ্চমুখ সমগ্রবিশ্বের তাবৎ বিজ্ঞানী, প্রকৌশলী, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতোমধ্যে এই গ্রন্থ তার জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রতিনিধিগণ এই ভগবদগীতা যথাযথ গ্রহণ করেছেন সানন্দে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এই দিব্য গ্রন্থ অধ্যয়ন করেছেন। এবার তাদের মাঝে যোগ হল অন্য এক জনপ্রিয় ও ক্ষমতাশালী ব্যক্তিত্বের। সম্প্রতি ‘শ্রীমদ্‌ভগবদ্‌গীতা যথাযথ‘ গ্রহণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত ১০ নভেম্বর লন্ডনের ১০ ডোনিং স্ট্রিটে অনুষ্ঠিত দিপাবলী উৎসবে যোগদান করেন তিনি। সেখানে ভক্তিবেদান্ত মেনরের অধ্যক্ষ শ্রুতিধর্ম দাস কর্তৃক উক্ত গ্রন্থটি গ্রহণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তৎক্ষণাৎ প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল যে, তিনি প্রায়ই ভক্তিবেদান্ত মেনরে আসতে চান এবং তিনি সেখানে ভ্রমণকে খুবই আনন্দদায়ক বলে উল্লেখ করেন।
পরিশেষে তিনি ভক্তদের ধন্যবাদ জানান এবং এই গ্রন্থটি অধ্যয়নের ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

হরে কৃষ্ণ।


মাসিক চৈতন্য সন্দেশ, ডিসেম্বর – ২০১০ ইং 

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।