এই পোস্টটি 151 বার দেখা হয়েছে
ব্রুস লী, নাম শুনেই চিনে যাওয়ার কথা। এককালের খ্যাতিমান চাইনিজ আমেরিকান এবং হংকং অভিনেতা, মার্শাল আর্টিস্ট, দার্শনিক ও সফল চিত্র পরিচালক। তিনি বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ট প্রভাবশালী মার্শাল আর্টিস্ট হিসেবে পরিচিত। টাইম ম্যাগাজিনে বিংশ শতাব্দীর ১০০ জন সবচেয়ে প্রভাবশালী লোকের তালিকার মধ্যে তার নাম অন্যতম হিসেবে স্থান পায়। তার সেরা সেরা চলচিত্রগুলোর মধ্যে ড্রাগন নামে চলচিত্রগুলো এখনও গোটা বিশ্বের দর্শকদের জন্য খুবই জনপ্রিয়। লী খুব ভোরে উঠতে ভালোবাসতেন এবং খুব ভোর থেকেই তার দিনের কার্যক্রম শুরু করতেন । শারীরিক শক্তিশালী গঠনের জন্য দর্শকদের কাছে লী অন্যভাবে জনপ্রিয় ছিল। আর এরকম একজন খাতিমান অভিনেতাই ছিলেন একসময় নিরামিশাষী । যদিও তিনি এখন বেঁচে নেই কিন্তু এখনও সুঠাম শক্তিশালী দেহের অধিকারী লী এর ছবি অনেকের বাড়িতে দেয়ালে ঝুলতে দেখা যায় নিরামিশাষী এ ব্যক্তির উপরের ছবিটি দেখেই বোঝা যায় নিরামিশ খেলে কেউ রোগা বা শুকিয়ে যায় না বরং লী এর মত শক্তি সামর্থ্যের অধিকারী হওয়া যায়।
হরে কৃষ্ণ।
চৈতন্য সন্দেশ অ্যাপ ডাউনলোড করুন :https://play.google.com/store/apps/details?id=com.differentcoder.csbtg