এই পোস্টটি 3136 বার দেখা হয়েছে
১৩-১০-১৯ লহ্মী পূর্নিমা থেকে দামোদর ব্রতের মাস শুরু এই মাসটি অত্যন্ত পবিত্র। এই মাসে দামোদর আরতি সহকারে ভগবান দামোদর বা শ্রীকৃষ্ণকে ঘৃত প্রদীপ নিবেদন করা কর্তব্য।
ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার, নাভি দেশে দুই বার, মুখ মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য।
প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কি??
প্রজ্বলিত কর্পুর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ভগবদধামে বাস হয়। মনোহরদৃশ্য দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমন্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়।