জপ : উচ্চঃস্বরে নাকি নিচুস্বরে?

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ

এই পোস্টটি 20 বার দেখা হয়েছে

জপ : উচ্চঃস্বরে নাকি নিচুস্বরে?

রাম পদ্ধতিতে বলা হয়েছে, জপ করার তিনটি পদ্ধতি আছে। উচ্চস্বরে জপ করলে এক গুণফল হয়। যদি ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে জপ করা হয়, তাহলে একশতগুণ ফল হয়। আর নিঃশব্দে জপ করলে এক হাজার গুণ ফল হয়। হরিভক্তিবিলাস গ্রন্থের ১৭/১৬২-২এর দিগ্দর্শিনী টীকায় শ্রীসনাতন গোস্বামী বলেন, “জপ তিন প্রকারের উচ্চস্বরে, মৃদুস্বরে ও মানসিকভাবে -একের পর এক দিব্য নাম ধ্যান করতে করতে উচ্চরবে জপের চেয়ে মৃদুস্বরে জপ এক শত গুণ বেশি ভাল। আর মানসিক জপ উচ্চরবে জপের চেয়ে এক হাজার গুণবেশি ফলপ্রদ। নারদ-ভক্তিসূত্রে ভক্তি অনুশীলনের ৩৯নং সূত্র হিসাবে বলা হয়েছে, “ভগবানের নাম মৃদুস্বরে-নিজে শ্রবণের মতো জপ”। নিঃশব্দে জপের ক্ষেত্রে শ্রীল প্রভুপাদ শাস্ত্রোক্তির সঙ্গে সহমত পোষণ করেন। কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন যে হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে না মানসে-উভয় প্রকারে জপ করা যেতে পারে।

হরে কৃষ্ণ।


মাসিক চৈতন্য সন্দেশ , ফেব্রুয়ারী – ২০১১ ইং 

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।