এই পোস্টটি 1228 বার দেখা হয়েছে
যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ভগবান
জগন্নাথদেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি জগতের
নাথ বা জগদীশ্বর। সংস্কৃতি ভাষায় জগত অর্থে বিশ্ব
এবং নাথ অর্থে-ঈশ্বর বোঝায়। সুতরাং জগন্নাথ
শব্দের অর্থ হলো জগতের ঈশ্বর বা
জগদীশ্বর।
স্কন্ধ পুরানে রথযাত্রার মহিমা বর্ননা করে বলা
হয়েছে- যিনি গুন্ডিচা মন্দিরে (জগন্নাথের মাসীর
বাড়ী) ভগবানের শ্রীবিগ্রহকে দর্শন করার
সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ
যজ্ঞের ফল লাভ করেন।