এই পোস্টটি 665 বার দেখা হয়েছে
সূর্যের কিরণ যতদূর পর্যন্ত বিস্তীর্ণ হয়, ততদূর পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার। আধুনিক বৈজ্ঞানিকদের মতে সূর্যের কিরণ ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে পৃথিবীতে আসছে। আমরা যদি আধুনিক বৈজ্ঞানিকদের তথ্য অনুসারে গণনা করি, তাহলে ভূমণ্ডলের ব্যাসার্ধ হচ্ছে ৯,৩০,০০,০০০ মাইল। গায়ত্রী মন্ত্রে আমরা জপ করি “ওঁ ভূর্ভুবঃ স্বঃ“। ভূঃ শব্দটি ভূমণ্ডলকে ইঙ্গিত করে। “তৎ সবিতুর্বরেণ্যম্“-সূর্যকিরণ সমগ্র ভূমণ্ডল জুড়ে বিস্তৃত। তাই সূর্যদেব বরেণ্য বা পূজনীয়। আধুনিক জ্যোতির্বিদদের মতে নক্ষত্রগুলি হচ্ছে এক একটি সূর্য, কিন্তু তাদের এই ধারণাটি ভুল। ভগবদ্গীতা (১০/২১) থেকে আমরা জানতে পারি যে, নক্ষত্রগুলি হচ্ছে চন্দ্রের মতো (নক্ষত্রাণাম্ অহং শশী)। নক্ষত্রগুলি চন্দ্রের মতো সূর্যকিরণ প্রতিফলিত করে।
সূত্র: (৫/১৬/১ তাৎপর্য)