এই পোস্টটি 1316 বার দেখা হয়েছে
বর্তমান বিশ্বের যে দুটি কবিতাকে সর্ববৃহৎ হিসেবে আখ্যায়িত করা হয় সেগুলো হল ইলিয়েড ও ওদিসি। অথচ, পৃথিবীর প্রাচীনতম কবিতা মহাভারত, যেটি হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল, তা এ দুটি কবিতাকে যোগ করলে যা হয়, তার চেয়েও ৭ গুণ বেশি দীর্ঘ। তাই নিঃসন্দেহে মহাভারতকেই বলা হণে পৃথিবীর সবচেয়ে বৃহৎ কবিতা। এতে রয়েছে এক লক্ষ দশ হাজার পংক্তি। হরেকৃষ্ণ।
(মাসিকচৈতন্য সন্দেশ মার্চ ২০১১ সালে প্রকাশিত)