এই পোস্টটি 1155 বার দেখা হয়েছে
স্বর্গ ও নরক আদৌ আছে কিনা এ ধরণের দ্বন্দ্ব চলে আসছে অনেকদিন দরে। কিন্তু শাস্ত্রের ভাষ্য মতে অবশ্যই স্বর্গ ও নরক বিদ্যমান। যারা পাপ কর্ম করবে তাদের মৃত্যুর পর নরকরে প্রহরী যমদূত নরকে নিয়ে যাবে। অবাক হলেও সত্য যে, গত বছর আমেরিকার দ্যা পিউফোরাম অন রিলেজিয়ান এন্ড পাবলিক লাইফ নামে একটি সংস্থা প্রায় ৩৫০০০ আমেরিকানদের উপর গবেষণা চালিয়ে দেখেছে, প্রায় ৫৯% আমেরিকানবাসী বিশ্বাস করে নরক রয়েছে এবং তাদের মৃত্যুর পর কর্মানুসারে তাদেরকে সেই নরকে শাস্তি দেয়া হবে। এ সংস্থাটির মতো এ সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ ডিসেম্বর ২০০৯ সালে প্রকাশিত)