দ্রৌপদীর পাঁচজন স্বামী কেন?

প্রকাশ: ৫ মার্চ ২০২১ | ১:১৬ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২১ | ১:১৬ অপরাহ্ণ

এই পোস্টটি 646 বার দেখা হয়েছে

দ্রৌপদীর পাঁচজন স্বামী কেন?

দ্রৌপদী এ সমাজের মেয়েদের মতো কোনও সাধারণ মেয়ে ছিলেন না। দ্রুপদ রাজার যজ্ঞের অগ্নি থেকে তাঁরজন্ম হয়েছিল। পূর্বজন্মে তিনি এক ঋষির কন্যা ছিলেন। অতি কঠোর তপস্যা করেতিনি শিবের প্রীতি সাধন করেছিলেন। তখন প্রসন্ন হয়ে শিব তাঁকে বর দিতে চাইলে তিনি করজোড়ে শিবের কাছে পতি লাভের বাসনা ব্যাক্ত করেন।“হে মহাদেব, যদি প্রসন্ন হয়ে থাকেন, তবে যাতে আমি সর্বগুণ সম্পন্ন পতি লাভে চরিতার্থ হতে পারি, এরূপ বর প্রদান করুন।’এই কথা পাঁচবার উচ্চারণ করেন এবং প্রতিবারই শিব ‘তথাস্তু’বলেছিলেন।তারপর শিব বলেন, ,“হে কন্যা,তুমি পাঁচবারই পতি বাসনা করেছ, তাই পরজন্মে রাজকন্যা রূপেজন্ম নিয়ে দেবগুন সম্পন্ন পঞ্চপতি লাভ করবে। ”তারপর পরজন্মে সেই ঋষিকন্যা মহর্ষি উপযাজ কৃত যজ্ঞ থেকে উত্থিতা হন।দ্রুপদ রাজার কন্যারূপে তিনি দ্রৌপদী নামে আখ্যাতা হন। তারপর তাঁর পঞ্চপতি হওয়ার ঘটনাটিওধর্মপ্রাণ ব্যক্তিগণ সমর্থন করেছেন । যখন দ্রোপদী পাঁচ বর পালেন তখন শ্রীকৃষ্ণ সেখানে এসে বললেন:-আগের জন্মের কথা মনে করার চেষ্টা করো দ্রোপদী। তুমি শিবের কাছে বর চেয়েছিলে সর্বগুনের অধিকারিস্বামী দিতে। একটা মানুষের মধ্যে কখনো সর্ব গুন থাকেনা।তাই তোমাকে পাঁচ স্বামী দেয়া হয়েছে। এদের মধ্যে সর্ব গুন আছে। যুধিষ্ঠির হচ্ছে ধার্মিক। তার মধ্যে অধর্ম নেই। ভিম হচ্ছে সব শক্তিশালী। তার মত শক্তি ধর আর কেউ নেই।নকুল হচ্ছে সর্ব সৌন্দর্য বান। অর্জুন হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা।আর সহদেব হচ্ছে নিতিবান। কাউকে কখনো তার সাদ্ধের বাইরে কিছু চাইতে নেই ভগবানের কাছে। ভগবানের কাছে অসম্ভব কিছুই নেই। কিন্তু যে চাইবে সে তা বহন করতে পারবে কিনা তাও দেখতে হবে। এই পাঁচ স্বামী দিয়ে তোমার বর যেমন পুর্ন হয়েছে।তেমনি এটা তোমার জন্য অভিশাপ হয়েও থাকবে।

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।