এই পোস্টটি 1162 বার দেখা হয়েছে
মাদারীপুর ইস্কন শ্রীশ্রী রাধে গিরিধারী মন্দিরের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও এক মাস ব্যাপী দীপদান উৎসবের আয়োজন করা হয়েছে। গত ২৯ অক্টোবর রোজ সোমবার শ্রীধাম মায়াপুর থেকে আগ শ্রীপাদ সুমধুর গৌর দাস ব্রহ্মচারী ও ঢাকা কেন্দ্রীয় নাম হট্টের সাধারণ সম্পাদক শ্রীপাদ সুমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী উপস্থিতিতে এক বিশেষ ভাগবতীয় সভা ও দীপ দান অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ৯ নভেম্বর রোজ শুক্রবার অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মহা প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন অত্র মন্দিরের অধ্যক্ষ শ্রীকমল নয়ন কানাই দাস ব্রহ্মচারী ও সার্বি সহযোগীতায় ছিলেন ইস্কন মাদারীপুর নামহট্টের সভাপতি শ্রী বাবুল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী আশিষ কুমার বৈদ্য। সব শেষে হরিনাম সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠান পরি সমাপ্তি হয়।