এই পোস্টটি 1129 বার দেখা হয়েছে
প্রতিটি ফলই বড় হবে এবং যথারীতি পাকবে সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে তেঁতুলের ক্ষেত্রেও ব্যতিক্রম হবার কথা নয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে বৃন্দাবনের তেঁতুল কখনও পাকে না। কিছুদিন কাঁচা থাকার পর পরবর্তীতে হয় ঝরে যায় না হয় নষ্ট হয়ে যায়। শাস্ত্রমতে শ্রীমতি রাধারাণীর অভিশাপের কারণেই বৃন্দাবনের তেঁতুলের এই রূপ। যা আজকের আধুনিক যুগের ভগবদ অবিশ্বাসীদের জন্য ভগবানের অস্তিত্বের নিদর্শন সূচক এক জ্বলন্ত প্রমাণ।