মৃত্যুকে জয় করুন
সৎস্বরূপ দাস গোস্বামীর ‘Japa reform note Book’ এর বঙ্গানুবাদ ভগবদ্গীতার ১৮ অধ্যায়ে অর্জুন জানতে চান “মৃত্যুর সময় কারো কি স্মরণ করা উচিত?” তাই কৃষ্ণ বলেন, “তোমাকে মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করা উচিত। তারপর শ্রীল প্রভুপাদ প্রায় প্রতিটি অধ্যায়ের একের পর এক তাৎপর্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথাই সুপারিশ করেছিলেন। কেননা তিনি বলেছিলেন এভাবেই কৃষ্ণকে স্মরণ করা যায় এই উপায়েই খুব তাড়াতাড়ি এবং সর্বোত্তমভাবে কৃষ্ণকে স্মরণ করা যায় । সবকিছুই এখানে রয়েছে তার শক্তি, তার অতীত লীলাবিলাস, তার মনোহর রূপ। সবকিছুই তার নামের মধ্যে রয়েছে। নাম চিন্তামনি কৃষ্ণ
চৈতন্য রসঃবিগ্রহ।
নাম স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন।
সুতরাং মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণের মাধ্যমে ভগবদ্ধাম প্রাপ্ত হলে এখনই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ অভ্যাস গড়ে তোলা উচিত। তা না হলে অদূর ভবিষ্যতে এক কঠিন বিপদ অপেক্ষা করছে।