এই পোস্টটি 296 বার দেখা হয়েছে
অভিরাম দাস: শ্রীল প্রভুপাদের অপ্রকটের সময় আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিনাতিপাত করছিলাম। সে সময়টি হচ্ছে, যখন আমরা উপলব্ধি করেছি প্রভুপাদ আমাদের সাথে থাকার জন্য আরোগ্য হওয়ার জন্য কিছু গ্রহণ করছেন এবং সে মুহূর্তটিতে আমরা খুবই আনন্দ ও উৎফুল্ল অনুভব করেছি। তখন আমরা নিমজ্জিত পানিতে ডুবে যেতে যেতে হঠাৎ করে শ্বাস গ্রহণের মাধ্যমে বেঁচে যাওয়া অনুভব করেছি। অতঃপর আমরা হঠাৎ দেখলাম যে তাঁর শরীরে আরোগ্য লাভের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উপরন্তু এটি খুব খারাপের দিকে যাচ্ছিল।
আমরা যখন বুঝতে পারলাম যে উনি আমাদের ছেড়ে চলে যাবেন তখনই আমরা গভীর বিষন্নতা এবং উৎকণ্ঠায় নিমগ্ন হয়েছিলাম। সুতরাং সে সময়টি ছিল আবেগপ্রবণ এবং খুবই কঠিন ও খারাপ সময়। যখন কৃষ্ণ দাস বাবাজি শ্রীল প্রভুপাদের নিকট এসেছিলেন তখন আমি সে সময় উপস্থিত ছিলাম। তিনি শ্রীল প্রভুপাদের শয্যার চরণের দিকে বসে ছিলেন এবং চরণ মালিশ করছিলেন, একই সাথে তার হস্ত স্পর্শ করছিলেন।
এরপর শ্রীল প্রভুপাদ কৃষ্ণ দাস বাবাজীকে ক্ষমা প্রার্থনাসুলভ বললেন যে, “কৃপা করে আমাকে আমার অপরাধের জন্য ক্ষমা করুন, যেটি আমি, আমরা গুরু ভ্রাতারা এবং সমস্ত বৈষ্ণবদের কাছে প্রতিজ্ঞা করেছি। আমি কি করতে পারি? আমাকে দৃঢ়তার সহিত প্রচার করতে হবে।” তখন কৃষ্ণ দাস বাবাজী তাঁর হাতে হাত বোলাতে লাগলেন এবং বললেন, “সেখানে কোনো অপরাধ নেই। স্বামীজি আপনার নিকট কোনো অপরাধ ঘটতে পারে না। আপনি বিশ্রাম করুন এবং শান্ত হোন।” শ্রীল প্রভুপাদ প্রকৃতপক্ষে ক্ষমা প্রার্থনা করে অশ্রুপাত করেছিলেন।