এই পোস্টটি 323 বার দেখা হয়েছে

‘ছোট থেকে বড় হও’ একথা প্রায়ই লোকমুখে শোনা যায়, সেটির এক আদর্শ প্রমাণ হল, ২৬ সেকেন্ড এভিনিউতে অবস্থিত একটি দোকান ঘর ও টম্পকিন্স্ স্কয়ার পার্কের একটি বৃক্ষ।
কেননা, এই দোকান ঘরই হল ইস্কনের প্রথম ঘর যেখান থেকে হরে কৃষ্ণ আন্দোলনের কার্যক্রম শুরু হয়েছিল এবং ঐ বৃক্ষতলে বসেই প্রথম কীর্তন করার মাধ্যমে সূচনা হয়েছিল ইস্কনের প্রথম জনসমক্ষে সংকীর্তন কর্মসূচী। আজ শ্রীল প্রভুপাদের সেই ক্ষুদ্র প্রয়াস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।