এই পোস্টটি 1161 বার দেখা হয়েছে
বয়স মাত্র ৯ বছর। আর এ বয়সেই খেতাব অর্জন করল গণিতের ‘ ওয়ান্ডার গার্ল’। গুজরাটের আনন্দ নাম স্থানে বসবাসরত অদ্ভূদ এই মেয়েটির নাম পায়েল মির্জা। সে বৈদিক গণিতের সাহায্যে ৪৫০০ ছাত্র-ছাত্রীকে পেছনে ফেলে মাত্রু আট মিনিটে অর্থাৎ গড়ে ৫০ সেকেন্ডে ২০০টি অংকের সমাধান করে রেকর্ড গড়েছিলেন। অথচ মেয়েটি ৫ম শ্রেণীর একজন ছাত্রী।