শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ কেন?

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ৭:২৪ পূর্বাহ্ণ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ | ৭:২৪ পূর্বাহ্ণ

এই পোস্টটি 70 বার দেখা হয়েছে

শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ কেন?

শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী তাঁর ‘বিপ্রলম্ভ ভাবে শ্রীগৌরাঙ্গ’ গ্রন্থের ৪র্থ অধ্যায়ে বর্ণনা করেন-কারণ কৃষ্ণ সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন – এই ত্রিতত্ত্বে প্রকাশিত হয়েছেন। সম্বন্ধাধিদেব হচ্ছেন শ্রীশ্রীরাধা-মদনমোহন, অভিধেয়াধিদেব হচ্ছেন শ্রীশ্রীরাধা-গোবিন্দদেব এবং প্রয়োজনাধিদেব হচ্ছেন শ্রীশ্রীরাধা-গোপীনাথ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রাধা-মদনমোহন, রাধা-গোবিন্দ ও রাধা-গোপীনাথের সম্মিলিত রূপ। কৃষ্ণ ত্রিভঙ্গ অর্থাৎ তিন জায়গায় বাঁকা। প্রথম বাঁক পাদপদ্মে, দ্বিতীয় বাঁক বাম মুখমণ্ডল ও তৃতীয় বাঁক হৃদদেশ। তার মানে সম্বন্ধতত্ত্ব পাদপদ্ম: রাধা-মদনমোহন, দ্বিতীয় অভিধেয়তত্ত্ব মুখমণ্ডল: রাধাগোবিন্দ ও তৃতীয় প্রয়োজনীয় তত্ত্ব: হৃদদেশ: রাধা-গোপীনাথ। কারণ, প্রেম হৃদয়ের অন্তরতম সম্পুটে অবস্থিত। তাৎপর্য হচ্ছে এই যে যাঁরা ভাগ্যবান তাঁরা সম্বন্ধতত্ত্ব, শ্রীশ্রীরাধা-মদনমোহনের একীভূত রূপ শ্রীগৌরহরির পাদপদ্ম হতে নিঃসৃত সুমিষ্ট মধু আস্বাদন করে থাকেন। যাঁরা আরো অধিক ভাগ্যবান তাঁরা অভিধেয়-তত্ত্ব শ্রীশ্রীরাধা-গোবিন্দের মিলিত তনু শ্রীগৌরহরির মুখ-পদ্ম হতে নিঃসৃত সুমিষ্ট মধু আস্বাদন করে থাকেন এবং আর যাঁরা সবচাইতে ভাগ্যবান তাঁরা প্রয়োজনীয়- তত্ত্ব শ্রীশ্রীরাধা গোপীনাথের মিলিত তনু শ্রীগৌরহরির হৃদপদ্ম হতে নিঃসৃত সুমিষ্ট মধু আস্বাদন করে থাকেন।

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।