তামার পাত্রে এতো গুণ!

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:১৮ পূর্বাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:১৮ পূর্বাহ্ণ

এই পোস্টটি 38 বার দেখা হয়েছে

তামার পাত্রে এতো গুণ!

প্রাচীন ভারতে পূজার উপকরণে তামার তৈরি পাত্রের ব্যবহার বেশ প্রচলিত ছিল। এমনকি ব্যক্তিগত রান্নাবান্না, খাওয়া-দাওয়ার ক্ষেত্রে তাম্রের ব্যবহার ছিল। কিন্তু কেন? নিশ্চয়ই এর কোনো বৈজ্ঞানিক ব্যাখা রয়েছে আর সেটিই তুলে ধরা হয়েছে ভারতের ‘হিন্দুস্থান টাইমস্‌’-এ। সেখানে বলা হয়েছে, তাম্র পাত্রের ব্যবহারে ওজন কমা, হজমে উন্নতি সাধন, বার্ধক্য দূরীকরণ, হাইপারটেনশন ও কোলেস্টরল কমানো, আর্থ্রাইটিস্ কমানো, অ্যানেমিয়ার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ক্ষতস্থান দ্রুত সারানো ও বিভিন্ন ইনফেকশন কমানোসহ আরো বিভিন্ন কাজে খুবই উপকারী। ডা. দীক্ষা ভাস্বর নামে একজন গবেষক বলেন, তাম্র পাত্রের ব্যবহারের মাধ্যমে শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমানো যায় এবং সে সাথে শরীরের ত্রিদোষের ভারসাম্য রক্ষা করা যায়।

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।