ইস্‌কনকে মার্কিন সরকারের বিশেষ আমন্ত্রণ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ৬:৫০ পূর্বাহ্ণ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ৬:৫১ পূর্বাহ্ণ

এই পোস্টটি 52 বার দেখা হয়েছে

ইস্‌কনকে মার্কিন সরকারের বিশেষ আমন্ত্রণ

ইস্‌কন ইন্ডিয়ার কমিউনিকেশনস্ ডিরেক্টর যুধিষ্ঠির গোবিন্দ দাস সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দ্বারা পরিচালিত মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (IVLP) ফেলো উপাধিতে ভূষিত হয়েছেন। ওয়াশিংটন ডিসি, অরল্যান্ডো, সল্টলেক সিটি, রেলেহ্, শার্লটসভিল এবং সান্তা ফে-এর মতো উল্লেখযোগ্য শহর জুড়ে বিস্তৃত এই প্রোগ্রামটি সম্মানিত সরকারি, শিক্ষামূলক, সুশীল সমাজ এবং ধর্মীয় সংগঠনগুলির বিস্তৃত পরিসরের সাথে ফলপ্রসূ মিটিং এবং ব্যস্ততার সুবিধা দিয়েছে। এর মধ্যে রয়েছে- AmeriCorps, Peace Corp, Duke University, University of Central Florida and The Church of Latter-days Saints।

প্রোগ্রামটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, যুধিষ্ঠির গোবিন্দ দাস মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে তাদের পেশাদারিত্ব এবং প্রোগ্রামের সুগঠিত প্রকৃতির জন্য প্রশংসা করেন। তিনি বিখ্যাত প্রতিষ্ঠান এবং সুশীল সমাজ সংস্থার সাথে সংযোগ স্থাপনে এর কার্যকারিতা তুলে ধরেন, যাদের মধ্যে অনেকেই ইস্‌কন দ্বারা অনুসৃত দাতব্য প্রচেষ্টার সাথে সক্রিয়ভাবে নিয়োজিত। যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, “আমি মার্কিন সরকার কর্তৃক প্রসারিত আমন্ত্রণকে খাদ্য ত্রাণ, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সাংস্কৃতিক প্রচারের মতো বিভিন্ন ক্ষেত্রে ইস্‌কনের উল্লেখযোগ্য অবদানের প্রমাণ হিসেবে দেখি। আজ, বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং পরিবর্তন আনতে কার্যকর অংশীদার হওয়ার ক্ষেত্রে ইস্‌কনের একটি প্রধান ভূমিকা রয়েছে।” একটি চিত্তাকর্ষক ইতিহাসসহ IVLP-তে প্রায় ৩৪০ জন বিশ্ব নেতা এবং সরকার প্রধানদের অংশগ্রহণ ছিলো। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা এই কর্মসূচিতে নিযুক্ত হয়েছেন তাদের মধ্যে নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী), আন্তোনিও গুতেরেস (জাতিসংঘের মহাসচিব) এবং টনি ব্লেয়ার (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী)। অফিশিয়াল IVLP পরিদর্শন ছাড়াও ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন যুধিষ্ঠির গোবিন্দ দাস এবং অনুত্তম দাস (ইস্‌কনের গ্লোবাল কমিউনিকেশনস্ মন্ত্রী) শ্রীতারারঞ্জিত সিং সান্ধুর (ওয়াশিংটন ডিসির ইন্ডিয়া হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত) সাথেও সাক্ষাৎ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্‌কনের কার্যক্রম এবং অঞ্চলভিত্তিক ইস্‌কনের অন্যান্য উদ্যোগের সাথে আসন্ন পোটোম্যাক মন্দির নিয়েও আলোচনা করেন।


মাসিক চৈতন্য সন্দেশ আগস্ট ২০২৩ হতে প্রকাশিত

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।