এই পোস্টটি 937 বার দেখা হয়েছে
‘পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে’-এটি আমরা সবাই জানি। আর ঘুরতে ঘুরতে যখন ৩৬৫ দিন হয় তখন একটি বছর পূর্ণ হয়। ৫ম শতাব্দিতে বিখ্যাত জ্যোতির্বিদ স্মার্ট এই সময়টি নির্ধারণ করেন। যার সঠিক পরিমাপটি ছিল ৩৬৫.২৫৮৭৫৬৪৮৪। কিন্তু তার এ আবিষ্কারের বহু পূর্বে হিন্দু গণিতবিদ, ভাস্করাচার্য তার সূর্য সিদ্ধান্তে সর্বপ্রথম এ সময়টি আবিষ্কার করেছিলন। অথচ বিশ্বে স্মার্টকেই এর আবিষ্কারক হিসেবে সবাই চেনে। প্রসঙ্গত, বর্তমানে যথাযথ সময়টি ধরা হয় ৩৬৫.২৫৬ হিসেবে।