এই পোস্টটি 1868 বার দেখা হয়েছে
![হরিয়ানা কারাগারে কৃষ্ণভাবনামৃত](https://csbtg.org/wp-content/uploads/2020/02/ch2-e1580645758702.jpg)
অকিঞ্চন প্রিয় দাস: সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যের মডেল কারাগার আম্বালায় ইসকন ভক্তবৃন্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পারমার্থিক কর্মসূচি পালন করেন। তাঁরা ইতিমধ্যে পাঞ্জাব, চন্ডীগড় ও হিমাচল প্রদেশের কারাগারেও আধ্যাত্মিক কার্যক্রম পালন করে আসছে। জেলখানায় আয়োজিত অনুষ্ঠানে ইসকন ভক্তবৃন্দ বলেন,“ইসকনের মিশন হল ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণা কলিযুগের পতিত আত্মাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যারা নিজেকে এই জড় জগতের কারাগারে চিরতরে বন্দী করে রেখেছে। মূলত জীব তার নিজ আলয় ভগদ্ধাম হতে বিচ্যুত হয়ে এই জড় জগতের কারাগারে বন্দী হয়েছে, যেখানে প্রতিনিয়তই দুঃখ কষ্ট ভোগ করছে। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি এই চারটি মৌলিক সমস্যায় জর্জরিত হয়ে নিদারুণ ক্লেশ ভোগ করছে। অথচ বদ্ধ জীব এই ধ্রব সত্যটি উপলদ্ধি করতে পারছে না। আমরা যে এই জগতে মিনি জেলখানায় আছি সেটি বুঝাতে চেষ্ঠা করছি।” তাঁরা আরো বলেন, “ তাদের অন্তরে পরমেশ্বর ভগবানের প্রতি ভালবাসা প্রজ্বলিত করে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনার মাধ্যমে বন্দীত্বের দুর্দশা হতে মুক্তি দিতে ইস্্কন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
কারাগারের এই অনুষ্ঠানে ইসকন চন্ডীগড়ের প্রাগোশ দাস, অকিঞ্চন প্রিয় দাস, হয়গ্রীব দাস, গৌরাক্সগ দাস ও গঙ্গা প্রিয় দাস উপস্থিত ছিলেন। তাঁরা কারাবন্দী ও কারা অধিকারিকদের মধ্যে ৪০০টি শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ বিতরণ করেন। সবশেষে অত্যন্ত মনোমুগ্ধকর কীর্তন ও নৃত্য অনুষ্ঠিত হয়।