স্কয়ার সুরের সেরা’র বিজয়ী হয়েছেন ইস্কন ইয়ুথ ফোরাম, সিলেটের জগৎপ্রাণ বাসুদেব দাস

প্রকাশ: ২ এপ্রিল ২০২২ | ৬:১০ পূর্বাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২২ | ৬:১০ পূর্বাহ্ণ

এই পোস্টটি 194 বার দেখা হয়েছে

স্কয়ার সুরের সেরা’র বিজয়ী হয়েছেন ইস্কন ইয়ুথ ফোরাম, সিলেটের জগৎপ্রাণ বাসুদেব দাস

সুলোচন কানাই দাস: সিলেটের ফেঞ্চুগঞ্জে এক সংস্কৃতমনা পরিবারে জন্ম জয়ের; বাবা-মায়ের গান ধরে শৈশব থেকেই গানের সঙ্গে তার যোগ ঘটেছে। শ্রীমান জয় প্রকাশ রায় (জগৎপ্রাণ বাসুদেব দাস) ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী। যখন কলেজে পড়াশুনা করতেন তখন থেকে ইস্কন ইয়ুথ ফোরাম, সিলেট এর সাপ্তাহিক ক্লাসে নিয়মিত যোগ দিতেন। শুরু থেকেই তিনি ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং ক্লাসে তিনি প্রায়ই শ্রীপাদ দেবর্ষি শ্রীবাস প্রভুকে অনেক প্রশ্ন করতেন যেন প্রভু আটকে যান।একপর্যায়ে অনেক সৌভাগ্যের ফলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুসারী হয়ে যান এবং পরবর্তীতে ইস্কেনর অন্যতম আচার্য ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের নিকট থেকে কৃষ্ণভাবনাময় জীবন লাভ করেন।পড়াশুনা এবং পারমার্থিকতা চর্চার পাশাপাশি তিনি ব্যতিক্রমী বেশ কিছু কাজের সাথে নিজেকে যুক্ত করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রাণি অধিকার বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ এর অন্যতম রূপকার ছিলেন তিনি। একই সাথে সংগীতের প্রতিও ছিল অনেক ঝোঁক। তৎসময়ে বিশ্ববিদ্যালয়ে তিনি ‘ফায়ারফ্লাইস’ নামে একটি ব্যান্ডও খুলেছিলেন। তিনি বহুমূখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তি হিসেবে পরিচিত। সিলেট এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি বিভাগে পড়াশোনা সম্পন্ন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি আমরা দেখতে পাই সারা বাংলাদেশের ৭০ হাজার স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত মাছরাঙ্গা টিভির জনপ্রিয় মিউজিক্যাল রিয়েলিটি শো “স্কয়ার সুরের সেরা” তে সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি চ্যম্পিয়ন হয়েছেন। তাকে অনেক অনেক অভিনন্দন।মাসিক চৈতন্য সন্দেশ পত্রিকার সাথে এক একান্ত এক সাক্ষাতকারে তিনি তার এই বিজয়ের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি আমার এই অর্জন আমি শ্রীল প্রভুপাদের চরণ কমলে উৎসর্গ করছি এবং সকলের কাছে আশীর্বাদ ও কৃপা প্রার্থনা করছি যেন সর্বদা গুরু-গৌরাঙ্গ এবং বৈষ্ণবদের সেবায় যুক্ত থাকত পারি।’ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি হচ্ছেন সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ। আজকে ভগবানের কৃপায় জগৎপ্রাণ প্রভুও সেখানে শ্রেষ্ঠ হয়েছেন। আমরা আশা করি তিনি যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে শ্রীল প্রভুপাদ ও শ্রীল গুরুমহারাজকে তাঁর এই মেধা, প্রতিভা ও বিভিন্ন রকম দক্ষতা দিয়ে সাহায্য করতে পারেন।


 

চৈতন্য সন্দেশ এপ্রিল-২০২২ প্রকাশিত
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।