সূর্যদেব বারাণসীতে

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৫৪ পূর্বাহ্ণ

এই পোস্টটি 205 বার দেখা হয়েছে

সূর্যদেব বারাণসীতে

অর্ক হচ্ছে সূর্যের একটি নাম। এই বর্ণনাটি বামন পুরাণে রয়েছে। শিবের আশীর্বাদ প্রাপ্ত বিদ্যুন্মালি নামক এক অসুরের একটি জ্যোতির্ময় স্বর্ণ-বিমান ছিল, যাতে চড়ে সে সূর্যের পশ্চাতে গমন করত। তার বিমানের উজ্জ্বল জ্যোতিতে রাত্রিবেলাও আলোকে উদ্ভাসিত হয়ে থাকত। তার ফলে সূর্যদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাঁর প্রচণ্ড রশ্মির দ্বারা সেই বিমানটিকে গলিয়ে ফেলেন। তার ফলে শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সূর্যদেবকে আক্রমণ করেন এবং অবশেষে সূর্যদেব বারাণসীতে পতিত হন। সেই স্থান এখন লোলার্ক নামে খ্যাত।

ভাগবত: ১/৭/১৮ তাৎপর্য

চৈতন্য সন্দেশ ফেব্রুয়ারী ২০২২ প্রকাশিত
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।