এই পোস্টটি 121 বার দেখা হয়েছে
শাস্ত্রে বলা হয়েছে যে, কেউ যদি মন্ত্রার্থ অবগত না থাকে, তাহলে মন্ত্র ঐ হরিনাম জপকারীকে পূর্ণ ফল প্রদান করে না। তিনি ভুক্তি (ইন্দ্রিয়তোষণ), এমনকি মুক্তিও লাভ করতে পারেন, কিন্তু কখনোই কৃষ্ণপ্রেম লাভ করতে পারবেন না। জপ করার সময় একজন ভক্ত সর্বদাই শ্রীগোপালগুরু গোস্বামী, শ্রীসনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রীরঘুনাথ দাস গোস্বামী, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং শ্রীল প্রভুপাদ প্রমুখ বৈষ্ণব মহাজন প্রদত্ত মহামন্ত্রের অর্থ স্মরণ করার চেষ্টা করবেন। পারমার্থিক চেতনার স্তর অনুসারে মহামন্ত্র সম্বন্ধে ধারণার পরিবর্তন হয়। প্রত্যেক ভক্ত তাঁর গুরু-প্রদত্ত উপদেশ ও নিজের উপলব্ধির ভিত্তিতে মহামন্ত্রের অর্থ সম্বন্ধে একটি নিজস্ব ধারণা বিকশিত করবেন।
ভক্তিবিনোদ ঠাকুর একথা সমর্থন করে বলেছেন, “যাঁরা ভাবাবস্থা লাভ করেছেন, তাঁরা মহামন্ত্রের হরেকৃষ্ণ মধ্যে তাঁদের নিজস্ব বিশেষ ভাব আবিষ্কার করতে পারেন এবং প্রতিটি ভগবৎ-লীলায় রসাস্বাদন করতে পারেন। (হরিনাম চিন্তামণি)
নীচের পরিচ্ছেদে হরেকৃষ্ণ মহামন্ত্রের প্রামাণিক অপ্রাকৃত ভাবার্থ তত্ত্ব উপস্থাপিত হয়েছে, যা পাঠক ভক্তের বর্তমান তত্ত্ববোধকে প্রতিফলিত করতে পারে অথবা নূতন ধারণাবোধে উদ্দীপিত করতে পারে। এই জপ-কৌশল অনুসারে, ভক্ত মহামন্ত্র জপ করবেন, সেই সাথে নীচে প্রদত্ত বিভিন্ন নামার্থের অনুধ্যান করতে থাকবেন।
হরিভক্তিবিলাসে প্রদত্ত মহামন্ত্রের অর্থ
হরে-হে রাধে, কৃপাপূর্বক আমার মনকে আকৃষ্ট করুন, আমার ভববন্ধন মোচন করুন।
কৃষ্ণ-হে কৃষ্ণ, আমার মনকে আপনার প্রতি আকৃষ্ট করুন।
হরে-হে রাধে, আপনার অপ্রতিম মধুরিমা দ্বারা আমার চিত্তকে বিমুগ্ধ করুন।
কৃষ্ণ-হে কৃষ্ণ, আপনার শুদ্ধভক্তগণ-প্রদত্ত ভজন দ্বারা আমার চিত্ত শোধন করুন।
কৃষ্ণ-হে কৃষ্ণ, আপনার চিন্ময় নাম-রূপ-গুণ-লীলা উপলব্ধিতে আমাকে অবিচলিত নিষ্ঠা প্রদান করুন।
কৃষ্ণ-আমি যেন আপনার সেবায় রুচি লাভ করতে পারি।
হরে-হে রাধে, অনুকম্পাপূর্বক আমাকে আপনার সেবার যোগ্য করুন।
হরে-হে রাধে, আপনার অপ্রাকৃত নাম-রূপ-গুণ-লীলা আস্বাদনে আমাকে যোগ্য করুন।
হরে-হে রাধা, কিভাবে আমি আপনার সেবা করতে পারি, তা আমাকে শিক্ষা দিন।
রাম-হে কৃষ্ণ, অনুগ্রহ করে আপনার প্রিয়তমা বল্লভা রাধিকার সঙ্গে আপনার অন্তরঙ্গ বিলাসকেলি কথা আমাকে শ্রবণ করতে দিন।
হরে-হে রাধিকা, অনুগ্রহপূর্বক আপনার প্রিয়তম প্রেমাস্পদ মাধবের সঙ্গে আপনার বিলাসকেলি আমার হৃদয়ে প্রদর্শন করুন।
রাম-হে কৃষ্ণ, কৃপাপূর্বক আপনার প্রিয়া শ্রীমতী রাধিকার সঙ্গে আপনার লীলা আমার নিকট প্রকাশ করুন।
রাম-হে কৃষ্ণ, কৃপাপূর্বক আপনার সুমধুর নাম-রূপ-গুণ ও লীলাবলী স্মরণে আমাকে নিয়োজিত করুন।
রাম-হে কৃষ্ণ, কৃপাপূর্বক আমাকে আপনার সেবার যোগ্য করে নিন।
হরে-হে রাধিকা, আমাকে আপনার একজন সেবিকারূপে অঙ্গীকার করে আপনার যেমন ইচ্ছা আমাকে উপভোগ করুন।
হরে-হে রাধিকা, আমার প্রতি প্রীত হওয়ার জন্য আপনার নিকট প্রার্থনা করছি।