মডেলিং এর জগৎ থেকে কৃষ্ণভক্ত

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ৭:৪০ পূর্বাহ্ণ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ৭:৪০ পূর্বাহ্ণ

এই পোস্টটি 152 বার দেখা হয়েছে

মডেলিং এর জগৎ থেকে কৃষ্ণভক্ত

অনঘা ভোঁসলে মুম্বাইয়ে মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি “দাদী আম্মা” নামক একটি ছায়াছবিতে কাজ করেছেন। এছাড়া তিনি স্টার প্লাস চ্যানেল এর জনপ্রিয় ছায়াছবি অনুপমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনঘা ভোঁসলে, যিনি অনুপমা নামক বহুল পরিচিত একটি ধারাবাহিকে দীর্ঘদিন ব্যাপী জন্য অভিনয় করে আসছেন, আরো একবার তার মেধার দ্বারা তার অনুগামীদের বিস্মৃত করেছেন। তিনি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি অন্যান্য ভক্তদের সাথে ভগবান কৃষ্ণের ভজন গাইছেন। উক্ত ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, “এই ভজনটি খুবই সুন্দর। এখানে সবকিছু বলা আছে। কৃষ্ণ, তোমার চরণধূলির মাধ্যমে আমার ভাগ্য পরিবর্তিত হতে পারে। আমি শুধু তোমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে চাই। এভাবে আমার জীবন সার্থক হবে।” এক বিবৃতিতে তিনি বলেন যে, “আমি জানি, আপনারা সবাই আমার প্রতি সদয় আছেন। আমি এতে খুবই কৃতজ্ঞ। যদি আপনারা কেউ এখন পর্যন্ত এটি না জানেন যে, আমি টেলিভিশন ইন্ডাস্ট্রি ত্যাগ করেছি তবে তাদের উদ্দেশ্যে বলছি যে এটি সত্য। আমি আশা করি, আপনারা সবাই আমার সিদ্ধান্তকে সম্মান করবেন। আমি আমার ধর্মীয় বিশ্বাসের কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি জানি আমাদের সকলকে নিজ নিজ কর্ম করে যাওয়া উচিত। কিন্তু এমন কোন স্থানে নয়, যেখানে আমাদের কৃষ্ণভক্তি নষ্ট হতে পারে। আমি বিশ্বাস করি আমাদের সে এবং তাঁর ভালোবাসা অনুধাবন করা যায়। তাই মনুষ্য জীবন হলো ভগবানকে সেবা করার জন্য এবং কৃষ্ণভাবনামৃত প্রচার করার জন্য। আমি যেখানে কাজ করতাম এটি ছিল আমার উপলব্ধির পথ থেকে ভিন্ন দিকে এবং ভিন্ন ধরনের। এটি আপনাকে আপনি যেমনটি নন, তেমন ভাবে উপস্থাপন করবে এবং আপনার উপলব্ধি ও বিশ্বাস থেকে দূরে নিয়ে যাবে। তাই এটি হলো আমার সিদ্ধান্ত। আমাকে এবং আমার পরিবারকে মেসেজও কল দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধার জন্যও ধন্যবাদ। যদি আপনাদের কোন উত্তরের প্রয়োজন হয় তবে পারমার্থিক ও পবিত্র গ্রন্থ সমূহ যেমন: শ্রীমদ্ভগবদগীতা অধ্যয়ন করুন।


মাসিক চৈতন্য সন্দেশ অক্টবর ২০২২ হতে প্রকাশিত

 

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।