এই পোস্টটি 248 বার দেখা হয়েছে
গর্গমুনি দাস
প্রথম যখন ‘ব্যাক টু গডহেড পত্রিকা’ প্রকাশ করা হচ্ছিল তখন আমি প্রকাশনার কাজে সাহায্য করেছিলাম। প্রকাশনা কাজে আমি ছাড়া অন্য আরেকজন ভক্ত ছিল। কিন্তু তিনি খুব বেশি পরিমাণে কাগজ অপচয় করতেন। প্রভুপাদ নিজে দাঁড়িয়ে প্রকাশনার কাজ নিরীক্ষণ করেছেন। কিন্তু অন্য ভক্তটি মিমোগ্রাফ মেশিনটি খুব দ্রুতগতিতে চালনা করছিলেন। যেটি আমি খুব ধীরগতিতে চালনা করছিলাম। সেখানে দুটি মেশিন ছিল।
তাই প্রভুপাদ অন্য ভক্তটিকে থামিয়ে দিয়ে আমাকে প্রকাশনার কাজ করতে বললেন। এভাবে আমি ‘ব্যাক টু গডহেড’-এর প্রকাশক হয়েছি। এমনকি ‘ব্যাক টু গডহেড’পত্রিকার প্রথম প্রচারকারীও হয়েছি। এরপর আমি মন্দিরে ফিরে এসেছি।