এই পোস্টটি 831 বার দেখা হয়েছে

গ্রীষ্ম মানে বিরক্তিকর অসহ্য গরম অন্যদিকে শীত মানে হাঁড় কাঁপানো ঠাণ্ডা এই হল ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে এ কথা সত্য যে, সবারই ইচ্ছা করে এমন একটি প্রকৃতিতে বসবাস করতে যার আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ । যেখানে শীত ও গ্রীস্মের তীব্রতা নেই। আশ্চার্যের বিষয় হল গবেষকদের মতে জগন্নাথপুরী এমন একটি স্থান যে স্থানের আবহাওয়া বছরের যে কোন সময়ই সর্বদা নাতিশীতোষ্ণ থাকে। হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ অক্টেবর ২০০৯ সালে প্রকাশিত)