এই পোস্টটি 1259 বার দেখা হয়েছে
বনজাইটেন সংক্ষেপে বেনটেন হল জাপানী বৌদ্ধ ধর্মাবলম্বীদেরআরাধ্য দেবী হিসেবে সুপরিচিত যিনি প্রকৃতপক্ষে দেবী সরস্বতী। চাইনিজ অনুবাদ সূত্র অব গোল্ডেন লাইট বা স্বর্ণালোকের সূত্রের মাধ্যমে প্রধানত ৬ষ্ঠ শতকে জাপানে বেনজাইটেনের আরাধনা শুরু হয়। এই বিগ্রহের কথা উল্লেখ রয়েছে বিখ্যাত লোটাস সূত্র বা পদ্মসূত্রে এবং সেখানে বর্ণনা করা হয়েছে তিনি একটি জাপানী ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বিওয়া ধারণ করে আছেন যেটি অনেকটা সরস্বতী দেবীর বীণা ধারণের মতোই। আরো অবাক করা বিষয় হল, এই বেনজাইটেনকে জাপানীরা বিদ্যাদেবীর প্রতিমূর্তি হিসেবে পূজা করে। সনাতন ধর্মের প্রাচীন সংস্কৃতির নিদর্শন এই বিগ্রহের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে।
সূত্র: উইকিপিডিয়া