এই পোস্টটি 1091 বার দেখা হয়েছে
বাংলাদেশের জাতীয় প্রতীক কি? পানিতে ভাসমান শাপলা। ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক কি? হয়ত বলবেন ইন্দোনেশিয়ার সুপারিচিত কোন বস্তু যা এ মূহুর্তে ঠিক মনে করতে পারছেন না? প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার কোন বস্তু নায় বরং সনাতন ধর্মেও অতি পরিচিত আরাধ্য মুখ ‘গরুড় পাখি’ যা ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীকে ব্যবহৃত হয়ে আসছে। উল্লেখ্য, ভগাবান শ্রীবিষ্ণুর বাহন হল এই ‘গরুড় পাখি’।