এই পোস্টটি 977 বার দেখা হয়েছে

জপ টিপস্
জপের সময় ঘুম আসে?
সৎ সরুপ দাস গোসামী রচিত japa reformnotebook গ্রন্থটির অনুবাদ
‘‘জপের সময় ঘুম এটি অনেক ভক্তের ক্ষেত্রে কঠিন একটি সমস্যা। যদি আপনি ছয় ঘন্টা যাবৎ খুব ভালভাবে ঘুম তথা বিশ্রাম সেরে নিন তাহলে এ ঘুম সমস্যাটি এড়াতে পারবেন। এরপর হাঁটুন। হেঁটে হেঁটে জপ করুন। এক্ষেত্রে প্রয়োজন হলে চোখে মুখে ক্ষণে ক্ষণে জল দিতে পারেন। কৃষ্ণের কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনাকে জপে মনযোগ সাধনের জন্য সাহায্য করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মহামন্ত্রের শব্দ ত্রবং প্রার্থনা। ‘‘হে আমার প্রভু,কৃপা করে আমাকে আপনার সেবায় নিয়োজিত করুন। ’’এভাবেই ভক্তবৃন্দের আশ্রয় গ্রহনের সাথে সাথে কৃষ্ণের আশ্রয় গ্রহনের সাথে সাথে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে পারেন।’’তাহলেই জপের সময় ঘুম সমস্যাটির সমাধান হবে।