এই পোস্টটি 174 বার দেখা হয়েছে
ইন্টারনেটে একটি ভিডিও বেশ ভাইরাল, যাতে দেখা যায় সাপের মত দেখতে এক টুকরো কাঠ কিভাবে জলস্রোতের বিপরীত দিকে অগ্রসর হতে পারে। আরেক ভিডিওতে দেখা যায়। উপর থেকে প্রবাহিত জল দিয়ে পাত্রে রাখা সে কাষ্ঠখণ্ড অনায়াসে উপরের দিকে উঠে যাচ্ছে। এ বিষয়ে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন, “এটি হল একটি অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী ঔষধী, এটি মারাত্মক বিষধর সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য খুব কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে।” গরুড় কাষ্ঠ নামে পরিচিত এটি হিমালয়ের গভীর অরণ্যে পাওয়া যায়। বলা হয় যে, এ থেকে তৈরি আয়ুর্বেদিক ঔষধ মানুষের নার্ভ সিষ্টেমের সমস্যা সমাধান করে এবং শুধু তাই নয়, যেখানে মৃত্যু প্রায় নিশ্চিত এরকম পরিস্থিতি থেকে এটি নতুন জীবন দান করতে পারে। তবে এটি রামায়নে বর্ণিত হনুমান কর্তৃক সন্ধানকৃত সঞ্জীবনি ঔষধী কিনা সেই নিয়ে গবেষনা চলছে।