এই পোস্টটি 1272 বার দেখা হয়েছে

গদাধর পন্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন ঘনিষ্ঠ সঙ্গী।
তারা শৈশবকাল তথা সন্যাসী জীবনের এক দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন। তিনি মায়াপুরে শ্রীজগন্নাথ মিশ্রের গৃহ সন্নিকটে থাকতেন । শিশু লীলার সময় গৌরহরি গদাধরকে সঙ্গে নিয়ে কখনো নিজ অঙ্গনে কখনো গদাধরের গৃহে বিবিধ লীলা খেলা করতেন । গ্রামের পাঠশালায় উভয়ে একসাথে অধ্যয়ন করতেন । গদাধর বয়সে মহাপ্রভুর কয়েক বছরের ছোট । তাঁর পিতার নাম শ্রীমাধব মিশ্র এবং মাতার নাম শ্রীরত্নবতী দেবী। তিনি পঞ্চতত্ত্বের অন্যতম এবং রাধারানীর অবতার ।শ্রীগৌরগণোদ্দেশ দীপিকায় – যিনি ব্রজে শ্রীবৃষভানু কুমারী শ্রীরাধা,তিনি অধুনা শ্রীগদাধর পন্ডিত নামে খ্যাত। গদাধর পন্ডিত শৈশবকাল থেকে ধীর ,শান্ত,নিজ্জনতা প্রিয় ও বৈরাগ্যবান ছিলেন । চৈতন্যদেবের অনুরোধে তিনি পুন্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করেন। গদাধর পন্ডিত শ্রীমদ্ভাগবত পাঠ করতেন ।স্বর্পাষদ গৌরসুন্দর বসে শুনতেন । বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে গদাধর পন্ডিত গোস্বামী আবির্ভূত হন।