এই পোস্টটি 979 বার দেখা হয়েছে
বিখ্যাত ব্যক্তিদের মাঝে কৃষ্ণভাবনামৃতের আকর্ষণ
তার আসল নাম ম্যারিয়েন জোন ইলিয়ট সেইড, কিন্তু তিনি সবচেয়ে বেশি পরিচিত তার মঞ্চের নামে মঞ্চে তিনি পরিচিত পলি স্টিরেন যিনি হলেন একধারে একজন ব্রিটিশ মিউজিসিয়ান, গায়ক, গীতিকার এবং তার এবং তার জনপ্রিয় রক ব্যান্ড এক্স-রে স্পেক্স এর নেত্রী ইংল্যান্ডে জন্ম লেওয়া স্টিরেন ১৩ বছর বয়সেই হিপ্পি হয়ে গিয়েছিলেন। পরে অবশ্য একটি ব্যান্ডের এক্স-রে স্পেক্স গঠন করেন। একসময় এই ব্যান্ডটি ভেঙ্গে গেলে তিনি একক ক্যারিয়ার শুরু করলে বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করেন। তার জেনারেশন ইন্ডিগো নামে একটি অ্যালবাম ২০১১ সালে রিলিজ হওয়ার পর এটিকে ইউকে ভিত্তিক আর্টাকার ম্যাগাজিন ১০ এ ১০ দেয় দ্য টেলিগ্রাফ নিউজ পেপার ১০ এ ৮ দেয়। এমনকি এটি অ্যালবাম অব দ্যা ডে নির্বাচিত হয় ইউকে রেডিও স্টেশন বিবিসি ৬ মিউজিকে। ২০১১ সালের ২৪ এপিল আমেরিকাতে এটি রিলিজ হওয়ার পরের দিনই তার দাদা দীন ক্যান্সারে ভোগার পর ৫৩ বছর বয়সে মৃত্যু ঘটে। তার গানের স্ট্যাইলকে নিউইয়র্ক ম্যাগাজিন বলেন “এক সাহসী, সুতীক্ষ্ণ আওয়াজ” হিসেবে। (সূত্র: উইকিপেডিয়া)
বিখ্যাত এই ব্যক্তি একসময় হরে কৃষ্ণ আন্দোলন অর্থাৎ ইস্কনের সান্নিধ্য লাভ করেন। এরপর থেকে তার জীবনের অভাবনীয় পরিবর্তন আসে। কৃষ্ণভাবনামৃতের দর্শনের প্রতি আকর্ষিত হয়ে তিনি ভক্ত সঙ্গের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ-কীর্তন অনুশীলন করেন এবং একসময় বিধি-নিষেধ অনুশীলনের মাধ্যমে তার চেতনার বিরাট পরিবর্তন সাধিত হয়। হরিনাম জপের অভিজ্ঞতা বিষয়ে এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন আমার জিহবায় কৃষ্ণ স্বয়ং নৃত্য করতে থাকে। এই অপ্রাকৃত ভাবের স্তরে অধিষ্ঠিত হয়ে, আমি সেই স্তরের স্বাদ প্রাপ্ত হয়েছি।…আমি আমার সমগ্র জীবনে এমন কিছু অর্জনের পেছনে ছুটব না যা প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন। এর চেয়েও বরং পারমার্থিক এমনকিছু প্রাপ্ত হতে প্রচেষ্টা করা যেটি আমি এই জন্ম থেকে পরবর্তী জন্মেও বহন করে নিতে পারব।” ভিডিও টি Poly styrene talks of her Hare Krishna সার্চ করুন। ১৯৮৩ সালে স্টিরিন কৃষ্ণভাবনামৃতে দীক্ষা লাভ করেন এবং তার নতুন নাম হয় মহারানী দেবী দাসী এবং তিনি ভক্ত হিসেবে ভক্তিবেদান্ত মেনরে অবস্থান করেন। হরে কৃষ্ণ।(সূত্র: উইকিপেডিয়া) ।
(মাসিক চৈতন্য সন্দেশ ২০১৮ জুলাই সালে প্রকাশিত)