ইসকন আমেরিকা রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি তুলসী গাবার্ড।
গত সোমবার (১২ জুন) সকালে রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। ০৯ দিনব্যাপী এ কর্মসূচি চলবে ২০ জুন পর্যন্ত।‘ যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হবে এবারের রথযাত্রা।
