এই পোস্টটি 277 বার দেখা হয়েছে
শ্রীমৎ জয়পতাকা স্বামী: আমরা জানি মৃত্যুর সময় যেরকম চিন্তা করবে সেই অনুসারে পরবর্তী দেহ লাভ হবে। যদি কেউ মৃত্যুকালে কৃষ্ণ চিন্তা করেন তাহলে তার গোলক ধামে গতি হবে। কিন্তু যে ব্যক্তি কোমায় বা সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং সে অবস্থায় যদি তিনি দেহ ত্যাগ করেন তার কি গতি হবে?
উত্তর: শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি তাঁর ভক্তকে সহায়তা করেন। তাই যদি কেউ কৃষ্ণভক্ত হন যদিও তিনি অচৈতন্য অবস্থায় রয়েছে বা কোমায় থাকেন কৃষ্ণ তাকে সহায়তা করবেন। এ বিষয়ে আমার এক আর্জেন্টাইন শিষ্যা আছেন। কিন্তু তিনি লন্ডনে বসবাস করছেন। তিনি এসেছিলেন তাঁর পিতাকে দেখতে। সে সময় তাঁর পিতা কোমায় ছিলেন। আমার সেই শিষ্যার দিদি তাকে বললেন, তোমার বাবা এখন কোমায় আছে! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। এখন তুমি ধর্ম নিয়ে কি করবে? আরে, তোমরা আমাকে একটু সুযোগ দাও। আমি সবে কেবল এখানে এসে পৌছালাম (বোনোর উত্তর)। তার মাও সেখানে উপস্থিত ছিলেন। তখন তিনি (শ্রীমৎ জয়পতাকা স্বামীর শিষ্যা) সে স্থানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করতে শুরু করলেন। পিতা ধীরে ধীরে স্মিতভাবে হাসতে লাগলেন। ডাক্তার, নার্স ও সবাই ছুটে এলেন। তারা কোনোদিন কাউকে কোমা অবস্থায় হাসতে দেখেননি। আমরা জানিনা তিনি কোথায় আছেন। কিন্তু নিঃসন্দেহে তিনি ভাল জায়গায় আছেন। কারণ তিনি হাসছেন। কিন্তু যখনই তিনি ভগবদ্গীতা পড়া বন্ধ করে দিতেন। তার পিতাও হাসা বন্ধ করে দিতেন। তখন তিনি তার দিদিকে, মাকে পালা করে গীতা পাঠ করাচ্ছিলেন এবং পিতা হাসতে থাকেন। হরিবোল!