এই পোস্টটি 1291 বার দেখা হয়েছে

verb ছাড়া Tense যে অচল একথা নির্বিঘ্নেই বলা যায়। কেননা English gramma তথা বাংলা ব্যাকরণের দিকে একটু নজর দিলে সেক্ষেত্রে অনেক সময় Tense কে বলা হয় ‘ক্রিয়ার কাল’ বা the tense of verb হিসেবে। বোঝাই যাচ্ছে যে আপনার জীবনের Tense বা কাল বয়ে যাচ্ছে তাতে verb থাকবেই। ইতোমধ্যেই অতীব গুরুত্বপূর্ন Tense সম্পর্কে “চৈতন্য সন্দেশ” পত্রিকায় গত দু’সংখ্যায় যথোপযুক্তভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর আমাদের এবারকার সংখ্যায় থাকছের্ Tense এর মূল অঙ্গ verb বা কর্ম সম্পর্কে।
প্রথমেই জানা যাক verb কাকে বলে? সেক্ষেত্রে কম বেশি লোক বিশেষত স্টুডেন্টরাতো জানাবেই যে “কোন কিছু করাকেই verb বা কর্ম কিংবা ক্রিয়া বলা হয়।”এখন প্রশ্ন হল ইংরেজী বা বাংলা ব্যাকরণেই যদি কোন বাক্যে verb কে চিনিয়ে দিতে বলা হয় তাহলে হয়ত আপনি খুব সহজেই চিনিয়ে দিতে পারবেন কিন্তু আপনার জীবনের যে verb বা কর্ম করে যাচ্ছেন সেগুলো কি আপনি চিনতে পারছেন? মজার ব্যাপার হল শিক্ষিতই বলুন কিংবা অশিক্ষিতই বলুন বেশিরভাগ লোকই তাদের জীবনে ঘটে যাওয়া verb সম্পর্কে মাথা ঘামায় না। কি অবাক হচ্ছেন? হ্যাঁ অবাক হওয়ারই কথা। ধরুন একজন জড়জাগতিক তথাকথিত বুদ্ধিমান ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় জীবন মানে কী? সে নিবিঘ্নেই উত্তর দেবে “জীবন মানে সংগ্রাম” , মানে বেঁচে থাকার সংগ্রাম। আর এর অর্থটাকি দাড়ায়? প্রথমে পড়াশোনা, তারপর ক্যারিয়ার গঠন। অর্থাৎ , ভালো বেতনের চাকুরী, ব্যাংক ব্যালেন্স, দাম বাড়ী, গাড়ী ইত্যাদি থাকাই হল সংগ্রাম তথা কর্ম । অর্থাৎ তার উত্তরটি হবে যে, “বেঁচে থাকার জন্য কর্মকরতেই হবে”। সবাই একবাক্যে স্বীকার করে যে “বেঁচে থাকার জন্য verb বা কর্ম করতেই হবে।কিন্তু জীবন ধারণের জন্য হাত -পা নাড়িয়ে যে verb বা কর্ম করা হয় তার বাইরেও অনেক verb বা কর্ম রয়েছে সেগুলো আমরা বুঝতেই পারি না যে সেগুলোও কর্ম। ধরুন কোন ব্যক্তি বসে আছে। তখন একজন ব্যক্তির কাছে মনে হতে পারে যে সে কোন verb বা কাজই করছে না প্রকৃতপক্ষে grammar দাবি করছে সে কর্ম করছে।সে বসে আছে (Sit), সে কোন না কোন কিছু ভাবছে মানে (Think) এটাও কর্ম। কেননা think,sit এগুলোকে ইংরেজিতে verb বলা হয়।এর বাইরেও প্রতিদিনকার জীবনে ,পাপনি হয়ত কোন কিছু আশা করেন, অনুভব (feel) করেন, দেখা (watch), শ্রবন (hear) করে থাকেন, উপভোগ (enjoy) করে থাকেন, নিয়ে বা দিয়ে take & give) থাকেন, চেয়ে (want) থাকেন, কিংবা ঘুমানো (sleep) বা কথা বলা (speak) সহ বিভিন্ন ধরনের কর্ম করেন। ইংরেজি গ্রামারে watch, hear, enjoy, take, give, want, feel, sleep, speak বা কর্ম বলা হয়। তার অর্থ এই দাড়াল যে, প্রতিনিয়ত প্রতি সেকেণ্ডে আপনি কোন না Verb কোন বা কর্ম করে যাচ্ছেন। তাহলে আমরা বলতেই পারি এখঅনে কেউ বেকার ভাবে কাটাচ্ছে না। সবাই ব্যস্ত, এখন প্রশ্ন হল এ সব Think গুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখানে কতিপয় ঠবৎন সম্পর্কে তুলে ধরা হল। প্রথমেই ঞযরহশ ভাবা কর্ম বা Verb টি নিয়েই আলোচনা করা যাক। আপনি প্রতিনিয়ত আপনার প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পর্কিত কত কিছু নিয়ে ভাবছেন সেগুলোর সবকটি আপনার জীবনের জন্য কি আদৌ মঙ্গলময় । ভারতের সর্বোচ্চ গ্র্যাজুয়েশন BIT এর একজন মেধাবী ছাত্র ছোটবেলা থেকে সবসময়ই প্রথম হয়ে এসেছিল কোন ক্লাসেই সে ২য় বা ৩য় হয়নি। কিন্তু BIT র চূড়ান্ত পরীক্ষায় এসে তার কোন একটি পরীক্ষা সামান্য খারাপ হয়েছিল। আর তা নিইে সে সারাক্ষণ শুধু ভাবত ! এতদিন আমি ফার্স্ট হয়ে এসেছি,জীবনের এই চূড়ান্ত পরীক্ষায় এসে আমি সেকেন্ড হয়ে যাব? আর তখন আমার মুখ সবাইকে কিভাবে দেখাব।’’ পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কয়েকদিন আগেই অতিরিক্ত চিন্তা-ভাবনা বা thinking এর ফলশ্রুতিতে সে আত্মহত্যা করে। অথচ রেজাল্ট বের হওয়ার পর দেখা গেল সেই প্রথম হয়েছে। নিয়তির নির্মম পরহাস। প্রকৃতপক্ষে ভারতে সর্বাধিক আলেঅচিত এ ঘটনাটির মত think Verb বা কর্মের কারণে আমাদের জীবনেও যে নেমে আসবে না বড় রকমের কোন দুর্ভোগ সেটা কি নিশ্চিতভাবে বলতে পারেন? প্রকৃতপক্ষে এই think কর্ম বা কাজটির পন্যই আমাদের জীবনে বেশিরভাগ দুর্ভোগ নেমে আসে। কেননা আমরা জানি না কোন ধরনের think আমাদের জন্য কল্যাণময়।অপর একটি গুরুত্বপূর্ণ কর্ম হল Hear বা শোনা। মনোবিজ্ঞানীরা এতোমধ্যেই বিভিন্ন গবেষনায় প্রমাণ করেছে যে, কোন কিছু শোনার পর সেটি আমাদের মন ও দেহের উপর কি প্রভাব ফেলে। শুধুমাত্র Hear কর্ম বা Verb টির জন্য প্রতি বছর বিশ্বে অনেক অপরাধ, খুন রহাজানি কিংবা হার্টঅ্যাটাকের মত ভয়ংকর ঘটনা ঘটছে। এই Hear কর্মটির জন্যই বিশ্বে প্রতি বছর অনেক লোক মারা যায় হার্টঅ্যাটাকের করুণ ছোবলে পড়ে।
তার উপর সমাজে উৎপাত সৃষ্টিমূলক আজেবাজে কথা শোনার ফলেই আজকালকার কিশোর-সমাজে উৎপাতসৃষ্টিমূলক আজেবাজে কথা শোনার ফলেই আজকালকার কিশোর -সমাজ নিজেদেরকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। হিন্দি সিনেমার তথাকথিতসুললিত গানের ভিঘে নিজস্ব সংস্কৃতি যাচ্ছে হারিয়ে সেসাথে কানের শ্রবণশক্তিতো অকালেই ফুরিয়ে যাচ্ছে যা বলার অপেক্ষা রাখে না। আপনি যা শুনবেন তা আপনার মন তথা দেহের উপর প্রভাব ফেলবেই। এক সমীক্ষায় দেখা গেছে যে, ভারতের অনেক পরিবারই ভেঙ্গে যায় শুধুমাত্র শ্রবণের বা Hear verb টির অসদ্ব্যবহারের কারণে। সুতরাং বুঝতেই পাচ্ছেন শোনা verb টি যেখানে হাজার হাজার পরিবার তথা কোন সমাজ ধবংস করতে পারে তাহলে সে Hear কর্মটি আপনি কিভাবে করছেন ভেবে দেখেছেন কি? Watch’ বা দশৃন ( কোন কিছু দেখা ) হল আরেকটি গুরুত্বপূর্ণ verb । বুস্টনের একটি চিলড্রেন হাসপাতাল এবং হারাভার্ড মেডিক্যাল স্কুলের বিশেষজ্ঞরা একমত পোষন করেছেন বিশেষত ছোট শিশুদের TV. দেখা মস্তিস্কের উপর এক ভয়ংকর চাপ সৃষ্টি করে । তারা প্রায ৮০০ ছেলেমেয়ের উপর গবেষনা চালিয়ে এ মত দেন। আবার আরেক সমীক্ষায় দেখা গেছে যে, কিশোর অপরাধ সহ বিভিন্ন অপরাধের মুল হোতা হচ্ছে TV দেখা। সম্প্রতি ভারতের তাজ হোটেলে সন্ত্রাসীরা যেভাবে আক্রমন করেটিল তা অনেকট ভারতের অতি সুপারহিট একটি ফিল্ম স্টাইলে করা হয়েছে এটাই অনেক সচেতন মহলের দাবি। আরও এক গবেষনায় দেখা গেছে শুধুমাত্র ইন্টারনেটে অশ্লীল দৃশ্য দর্শনার্থীদের মনের অবস্থাতো বলাই বাহুল্য। এজন্য গত বছর চীনের জনগণরা ইন্টারনেটে ব্যবহৃত চাইনাদের সেক্স ফুটেজ বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করার পন্য আন্দোলনে নেমে পড়ে। সুতরাং এ থেকেও বোঝা যাচ্ছে watch, সহ বিভিন্ন see বা কর্ম কতটা অনিরাপদ হতে পারে সেটি আপনিই বিবেচনা করুন। অন্যদিকে desire (ইচ্ছা পোষণ করা) verb টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ verb .। desire যে কতটা ভয়ানক হতে পারে তা কম বেশি সবাই জানে। কেননা এই desire verb টির ফলে সংসারে অশান্তি, কর্মস্থলে দুর্ভোগসহ খুন- রাহাজানি বেড়ে যায়। এ desire যে কতটা ভয়ানক হতে পারে তা জানার জন্য ‘চৈতন্য সন্দেশ’ পত্রিকার সামনের সংখ্যাগুলোর দিকে নজর রাখুন। এরপর enjoy বা উপভোগ করা । জানি এই enjoy এর কথা বললেই যুব সমাজের জিভে জল চলে আসে। মানে একটা নাড়া দিয়ে যায়। সারা বিশ্বই enjoy এর উন্মাতাল ঢেউযে প্রতিনিয়ত ভাসছে। এই enjoy verb এর গ্যাড়াকালে পড়েই অনেকে হয়েছে চিড়েচ্যাপ্টা আর অনেক তাজা প্রাণ গেছে অকালে ঝড়ে। তারপরও এই enjoy শেষ হওয়ার নয়। যার জ্বলন্ত প্রমাণ সম্প্রতি সাড়াজাগানিয়া মিডিয়া ব্যক্তি জেগি গুগ ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও একাধিক বিয়ে করার পরও শুধুমাত্র শেষ কয়েকটা দিন enjoy বা উপভোগ করার জন্যই আবার বিয়ে করে । অর্থাৎ তার কাছে জীবনের উপভোগ্যতার বস্তু ছিল সামান্য enjoy তাও আবার শেষ কয়েকটা দিনের জন্য । এই সব verb ছাগাও আপনার জীবনে যেসব verb রয়েছে বা যেসব কর্ম করে যাচ্ছেন সেগুলো কি যথার্থ বা নিরাপদ বলে ভাবছেন? যদি না ভেবে থাকেন তাহলে অতীব গুরুত্বপূর্ণ এ কর্মটি করে ফেলুন না হলে আপনার জীবনে কিন্তু নেমে আসতে পারে ভয়ংকর কোন দুর্ভোগ যা এই এসব verb থেকেই সৃষ্টি। ও হ্যাঁ ভুলে যাবেন না আপনাকে যে জিনিসটি ভাবার জন্য এখানে পরামর্শ দেয়া হচ্ছে সেই think বা ভাবনা কর্মটিকেও ইংরেজী grammar -এ বলছে verb । হরে কৃষ্ণ!(চলবে)