কৃষ্ণ কি নারায়ণের অবতার? (শেষ পর্ব)

নারায়ণের পুত্র ব্রহ্মা, যমরাজ ও ভীষ্মদেবের কি সিদ্ধান্ত? কমললোচন গৌরাঙ্গ দাস এভাবেই বিরুদ্ধপক্ষ নানা রকম তর্কের উত্থাপন করে। কিন্তু শ্রীমদ্ভাগবতের শ্লোক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই সমস্ত তর্ককে খণ্ডন করে।” (৬২) “যা অদ্বয়জ্ঞান, অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, এই তিন নামে অভিহিত হন।” … Continue reading কৃষ্ণ কি নারায়ণের অবতার? (শেষ পর্ব)