রাধাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীশ্রী পুণ্ডরীক ধামে হরিনাম দীক্ষানুষ্ঠান

প্রকাশ: ৫ অক্টোবর ২০২১ | ৬:২৩ পূর্বাহ্ণ আপডেট: ৫ অক্টোবর ২০২১ | ৭:৪৯ পূর্বাহ্ণ

এই পোস্টটি 358 বার দেখা হয়েছে

রাধাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীশ্রী পুণ্ডরীক ধামে হরিনাম দীক্ষানুষ্ঠান

সুযোগ তালুকদার: গোলকেশ্বরী শ্রীমতি রাধা ঠাকুরাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমীতে অভিন্ন বর্ষাণা ও জনকপুরী শ্রী শ্রী পুণ্ডরিক ধামে হরিনাম দীক্ষানুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক যোগযোগমাধ্যম জুম অ্যাপের মাধ্যমে শ্রীধাম মায়াপুর থেকে যুক্ত হয়ে ১০৮ জন দীক্ষার্থীকে হরিনাম দীক্ষা প্রদান করেন ইস্‌কন অন্যতম আচার্য ও প্রবীণ সন্ন্যাসী ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য অষ্টোত্তরশত শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ গুরুমহারাজের পক্ষে দীক্ষাপ্রার্থীদের দীক্ষামালা প্রদান করেন ইস্‌কন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও ধাম উন্নয়ন কমিঠির সভাপতি শ্রীমৎ ভক্তিঅদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইস্‌কন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ এবং ইস্‌কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে গুরুমহারাজ দীক্ষার্থীদের উদ্দেশ্যে আশীর্বাণী প্রদান করেন এবং হরিনাম দীক্ষা দান করেন একে একে প্রত্যেকের দীক্ষা নাম প্রদান করেন। দীক্ষানুষ্ঠান পরিচালনা করেন গুরুমহারাজের একান্ত সচিব শ্রীপাদ মণিগোপাল দাস এবং ইস্‌কন বাংলাদেশের কোষাধ্যক্ষ শ্রীপাদ জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী। সার্বিক তত্ত্বাবধান করেন ইস্‌কন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপাদ জগদ্‌গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ইস্‌কন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং ইস্‌কন ইয়ূথ ফোরাম সিলেটের কো-অর্ডিনেটর শ্রীপাদ দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। শেষে বৈদিক হোম যজ্ঞে দীক্ষার্থীদের দানের মাধ্যমে দীক্ষানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিকে প্রতিবারের মতো এবারও মহাআড়ম্বরের সহিত রাধাষ্টমী মহোৎসরের আয়োজন করেন শ্রীশ্রী পুণ্ডরিক ধাম। এ অনুষ্ঠানে প্রায় ২০,০০০ এরও অধিক ভক্তের সমাগম ঘটে। ভোরে মঙ্গলরাতি, গুরুপূজা দিয়ে অনুষ্টানের শুভসূচনা হয়। দিনব্যাপী ভাগবতীয় আলোচনা, কীর্তনমেলা, শ্রীমতি রাধারাণীর মহা-অভিষেক, শ্রীরাধাকুন্ড পূজা এবং রাতে শ্রীশ্রী রাধাকুন্ডে স্নান করার মাধ্যমেই আয়োজন শেষ হয়।


চৈতন্য সন্দেশ অক্টোবর-২০২১ প্রকাশিত

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।