ভারতের মাধ্যমিক পাঠ্যবইয়ে শ্রীল প্রভুপাদ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ১:১৪ অপরাহ্ণ আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ১:১৪ অপরাহ্ণ

এই পোস্টটি 243 বার দেখা হয়েছে

ভারতের মাধ্যমিক পাঠ্যবইয়ে শ্রীল প্রভুপাদ

স্নিগ্ধাময়ী সুদেবী দেবী দাসী: এবছর ভারতের সিবিএসই তথা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনে প্রকাশিত একটি ভারতের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ইস্‌কন প্রতিষ্ঠাতা আচার্য এ.সি. ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের বিষয় “ভারতের সাধু” নামক অধ্যায়ে স্থান দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভারতের বিভিন্ন সাধুদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে এবং তা শুরু হয় শ্রীল প্রভুপাদকে নিয়ে। ভারতের ইস্‌কনের কমিউনিকেশন ডিরেক্টর যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেছেন, “সরকার একটি কমিটি গঠন করে, যারা কি শেখানো উচিত এবং কি শেখানো উচিত নয় তা নির্ধারণ করে। তারই ধারাবাহিকতায় মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সঠিক ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়ার অংশ হিসেবে শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদানকে অন্তর্ভূক্ত করে।”

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।