বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

নেত্রকোণায় মহাসমারোহে রথযাত্রা মহোৎসব পালন

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯ | ১২:২২ অপরাহ্ণ আপডেট: ৩১ জুলাই ২০১৯ | ১২:২৫ অপরাহ্ণ
নেত্রকোণায় মহাসমারোহে রথযাত্রা মহোৎসব পালন

শ্রীগর্ভ দাস


 প্রতিবারের ন্যায় এবারও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) নেত্রকোনা এর উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহাসমারোহে উৎযাপিত হয় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। নেত্রকোনা সহ বিভিন্ন জায়গায় থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগমে বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞানুষ্টানের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় -মন্দিরের পুরোহিতগণ অগ্নি আহবান ও বৈদিক মন্ত্র উ”চারণের মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠিত হয় অতপর যজ্ঞানুষ্ঠান অন্তে হাজার হাজার ভক্তের মাঝে শ্রীশ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস,এম আশরাফুল আলম,নেত্রকোনা পৌর মেয়র জনাব আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোনার সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, শ্রী মঙ্গল চন্দ্র সাহা -সভাপতি পূজা উৎযাপন পরিষদ নেত্রকোনা,এবং শ্রী নির্মল কুমার দাস-সভাপতি জাসদ, নেত্রকোনা,এড. সীতাংশু বিকাশ আচার্য্য-সভাপতি জেলা আইনজীবি পরিষদ, নেত্রকোণা এছাড়াও নেত্রকোনার আরো অনেক গণ্য-মান্য ব্যক্তি বর্গের উপস্থিতে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে মঙ্গল প্রদীপ নিবেদন করার মাধ্যমে নেত্রকোনা ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ জয়রাম দাস ব্রহ্মচারী রথযাত্রার শুভ উদ্বোধনী ঘোষনা করেন। ভক্তদের জয়ধ্বনি, কীর্তনে চার দিক মুখরিত করে শ্রীশ্রী জগন্নাথ দেব তার ভ্রাতা বলদেব ও সুভদ্রা মহারানী নিয়ে নেত্রকোনার প্রধান প্রধান সড়ক পরিভ্রমন করে নাগড়া শিববাড়ী অবস্থান করে এবং শিববাড়ী থেকে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা সহ জগন্নাথদেব ভক্ত পরিবেষ্টিত হয়ে শ্রীমন্দিরে পুনাগমন করে তদুপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ বল্লভ মন্দিরে ৯ ব্যাপী শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, ভজন কীর্তনসহ বৈদিক নাটক, নৃত্য পরিবেশিত হয় এবং প্রতিদিন অনুষ্ঠান শেষে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয় ।

সম্পর্কিত পোস্ট

About csbtg


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home8/csbtg/public_html/wp-includes/functions.php on line 5279