এই পোস্টটি 109 বার দেখা হয়েছে
সিদ্ধিধাতা কিংবা ভক্তিবিঘ্ন-নাশক হিসেবে গনেশ বাংলাদেশ ও ভারতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বেশ পরিচিত একজন দেবতা। দুর্গা দেবীর পুত্র হিসেবে তিনি পূজিত হন। তাঁর পূজা শুধু এই উপমহাদেশেই হয় তা নয়, তিনি জাপানে ‘ক্যাংগিটেন’ নামেও পূজিত হন। এই ‘ক্যাংগিটেন,’ জাপানীদের কাছে সমস্ত অসম্ভব বাসনা পূর্ণকারী হিসেবে বেশ জনপ্রিয়। যদিও গনেশ শুধুমাত্র হস্তীমস্তক সম্বলিত পুরুষ দেহধারী হিসেবে ভারত উপমহাদেশে পরিচিত কিন্তু জাপানে বেশিরভাগ ক্ষেত্রে হস্তীমস্তক সম্বলিত পুরুষ ও নারীর পরস্পর আলিঙ্গনরত দ্বৈত ক্যাংগিটেন হিসেবেও পুজিত হন।
সূত্র: উইকিপিডিয়া।
চৈতন্য সন্দেশ জানুয়ারি-২০২৩ প্রকাশিত