হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সঠিক পদ্ধতি
শ্রীগুরু-গৌরাঙ্গ ও কৃষ্ণের সেবায় অনেক বিধিনিয়ম অনুসরণের প্রয়োজন হয়। কিন্তু এই | সকল ক্রিয়াকলাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। শ্রীল প্রভুপাদ বলেন : “গুরুদেবের নির্দেশ অনুসারে শিষ্যের অন্যান্য নানারকম কর্তব্য থাকতে পারে, তবে তাঁর প্রথম কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সংখ্যক নাম জপ করা।”-চৈ, চ. মধ্য ২২/১১/৩ তাৎপর্য
শ্রীল প্রভুপাদ জপের ক্ষেত্রে চারটি নিয়মের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেনঃ ভোরে জপ; পূর্ণ মনোনিবেশ; স্পষ্ট উচ্চারণ এবং মনোযোগ সহকারে শ্রবণ। “রূপ করা উচিত ভোর বেলায়, পূর্ণ মনোনিবেশ সহকারে, বিশেষতঃ ব্রাহ্মমুহুর্তের সময়। মন্ত্রের শব্দতরঙ্গের প্রতি পূর্ণরূপে মনঃসংযোগ কর। প্রতিটি নাম পৃথক ও স্পষ্টভাবে উচ্চারণ করে জপ কর, ধীরে ধীরে স্বাভাবিক ভাবেই জপে দ্রুততা আসবে। দ্রুত জপ। করার জন্য অধীর হওয়ার প্রয়োজন নেই; সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ। প্রভুপাদ। পত্রাবলী ৬/১/৭২