এই পোস্টটি 858 বার দেখা হয়েছে

বর্তমান লুডু খেলায় যে ‘ছক্কা’ গুটি ব্যবহৃত হয় তা কিন্তু এই সময়ের নয়। হাজার হাজার বছর পূর্বে এর প্রচলন ছিল। যেটি ঋগ্বেদ সহ অথর্ববেদেও উল্লেখ রয়েছে। এর প্রাচীন প্রমাণও আবিস্কৃত হয়েছে হারাপ্পানদের প্রাচীন স্থান কলিবঙ্গম্, লোথাল রোপার, আলমগিরপুর, দেসালপুর এবং এর পাশ্ববর্তী বিভিন্ন স্থানে। সেসময় মানুষ জুয়াখেলা হিসেবে এটি ব্যবহার করত। তাই শাস্ত্রে এ যুগের জন্য এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হরে কৃষ্ণ।