প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১ | ৭:৪২ পূর্বাহ্ণ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ | ৭:৪২ পূর্বাহ্ণ

বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে যে, ব্রহ্মাণ্ডের আবরণ সূর্য থেকে ২৬,০০,০০,০০০ যোজন দূরে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১,০০,০০০ যোজন, এবং পৃথিবীর নীচে ৭০,০০০ যোজন দূরে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল সমন্বিত পাতাললোক। পাতাললোকের ৩০,০০০ যোজন নীচে শেষনাগ গর্ভোদক সমুদ্রে শায়িত রয়েছেন। সেই সমুদ্র ২৪, ৯৮,০০,০০০ যোজন গভীর।
সূত্র: (৫/২৩/৯ তাৎপর্য)