নাম তাঁর উলিয়াম লর্ড কেলভিন। তাপমাত্রা পরিমাপের জন্য বহুল আলোচিত কেলভিনের আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী তাকে এখনও স্মরণ করে। একবার এই বিখ্যাত বিজ্ঞানী যারা নাস্তিক বিজ্ঞানী রয়েছে তাদের উদ্দেশ্যে রীতিমত গর্জনের সুরেই বলেছিলেন, “আপনি যদি গভীরভাবে নিরীক্ষণ করেন তবে দেখবেন বিজ্ঞান আপনাকে বাধ্য করবেই ভগবানকে বিশ্বাস করতে। যদি কোন বিজ্ঞানী ভগবানকে বিশ্বাস না করেন তবে সে মোটেই একজন বিজ্ঞানী নন।” হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ নভেম্বর ২০০৯ সালে প্রকাশিত)